এলোভেরার উপকারিতা

এলোভেরার উপকারিতা ও অপকারিতা এলোভেরা দিয়া রূপচর্চা। আমরা সবাই সুস্থ থাকতে চাই এবং সুন্দরও থাকতে চাই। এই কারণে আমরা কতই না চেষ্টা করে থাকি। আমরা অনেকেই বিভিন্ন কেমিক্যাল পণ্য ব্যবহার করে থাকি, অনেক ক্ষেত্রে প্রাকৃতিক ভেষজ উপাদান ব্যবহার করে নিজের ত্বকের যত্নের সাথে শরীরের সুস্থতার জন্য ফিট রাখার চেষ্টা করি। প্রাকৃতিক উপাদান হিসেবে বহুল ব্যবহৃত উপাদান টি হচ্ছে এলোভেরা। এটির সম্পর্কে জানেনা এমন কেউই নেই। ৫০০০ বছর আগে মিশরে উৎপত্তি ঘটে। তখন থেকে এর ব্যবহার ভেষজ চিকিৎসার স্বাস্থ্যে দেখা দেয়। আগে মূলত এর পাতায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকতো। এই পাতায় অসাধারণ গুণের কারণে এটি ত্বক পরিচর্যা জগতের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে।

এলোভেরার উপকারিতা


এলোভেরার উপকারিতা

এলোভেরার উপকারিতা কখনোই বলে শেষ করা যাবে না। প্রাচীনকাল থেকেই এটি রূপচর্চার কাজে পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে ও ব্যবহার করা হয়ে থাকে। মিশরের রানী নেটের তিতির ও ক্লিওপেটটার রূপচর্চার নিয়মিত এলোভেরা ব্যবহার করতেন এমনকি আলেকজান্ডার দা গ্রেটও ক্রিস্টিফার কলমাস সৈন্যদের হত জায়গায় বৈষধ ঔষধ হিসেবে এলোভেরার ব্যবহার করতেন। আজকে আমরা জানবো এলোভেরার উপকারিতা কি, এলোভেরা ব্যবহারের রূপচর্চা ও এলোভেরা উপকারিতা ইত্যাদি।

এলোভেরা হচ্ছে একটি সরস উদ্ভিদ। অর্থাৎ এটি রসালো উদ্ভিদ প্রজাতির অন্তর্ভুক্ত। এটি দেখতে করাতের মতো কাঠা ওয়ালা ও দেখতে ক্যাকটাস গাছের মতোই। তবে এটি কেকটাসের জাতের প্রজাতির নয়। এটি প্রধানত আফ্রিকার শুকনো অঞ্চলে বেশি পাওয়া যায়। ইউরোপ এশিয়া কিংবা ইন্ডিয়াতেও অ্যালপিয়র জন নেই।

এতক্ষণ আমরা অ্যালোভেরা সম্পর্কে জানলাম নিয়মিত এলোভেরা ব্যবহারের ফলে আমরা অনেক ধরনের উপকারিতা পেতে পারি। অ্যালোভেরার পাতায় রয়েছে ভিটামিন মিনারেল এনজাইমেন্স সুগার ফাটি এসিড সহ নানা উপকারী উপাদান যা আমাদের প্রতিদিনের রূপচর্চা সহ নানাভাবে উপকার করতে পারে। এলোভেরা মূলত রূপচর্চার কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাকে সৌন্দর্য বৃদ্ধি করতে এর অবদান অপরিসীম। রূপচর্চার এর ব্যবহার বহুকাল ধরে হয়ে আসছে।

এলোভেরা ভেতরে থাকা আঠালো রস বা জেল বিভিন্ন গুণে সমৃদ্ধ যা ত্বকের সবরকম সমস্যার সমাধান করে থাকে। যেকোনো ধরনের ত্বকের জন্য এটি উপকারী। বয়সের মানুষ হেটে ব্যবহার করতে পারে। সুন্দর দাগ হীন মসৃণ ও কোমল ত্বক পেতে চাইলে এটি অবশ্যই দরকার। এটা নিয়মিত ব্যবহারে পাবেন। এটি ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে ও যাবতীয় মৃত কোষকে অপসারণ করে নতুন কোষ সৃষ্টি করতে সহায়তা করে থাকে।

নাইট ক্রিম হিসেবে এলোভেরা দারুন কাজে দিয়ে থাকে। রাতে এলোভেরা জেল মুখে লাগিয়ে রেখে পরের দিন সকালে উঠে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন, দেখবেন কেমন পরিবর্তন আসে আপনার মুখে। এলোভেরা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। সেই সাথে ত্বকের রোদে পোড়া ভাব ডার্ক সার্কেল ও বলিরেখাও দূর করে থাকে। এছাড়াও এতে প্রায় বৃষ্টির মত খনিজ পদার্থ বিদ্যমান যা ত্বকের কোষ সুস্থ রাখতে ও কোষের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে থাকে।

এটি রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয়। এছাড়াও এতে বিদ্যমান আছে এবং পলিস্যাকারাইড। সকল কারণে এটি ত্বকের অনেক উপকার করে থাকে। এটি ত্বকের ব্রণ ও ব্রণের কালো দাগ ও দূর করতে সাহায্য করে থাকে। মেছতা দূরীকরণের ও এর উপকারিতা কম নয়। অ্যালোভেরা জেল ব্লেন্ড করে সরাসরি ত্বকে ব্যবহার করা যায় আবার বিভিন্ন উপাদান যেমন হলুদ, অলিভ অয়েল, লেবুর রস ইত্যাদি এর সাথে ব্যবহার করা যায়। যে কোন একটি উপাদানের সাথে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে এটি নিয়মিত ব্যবহার করুন।তখন আপনি পাবেন স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url