কফি ফেস প্যাক ফর স্কিন হোইটেনিং

কফি ফেস প্যাক ফর স্কিন হোইটেনিং উজ্জ্বল ফর্সা ত্বক পেতে বাড়িতে বাড়ি নিয়ে ফেলুন কফির ফেসপ্যাক রইল ঘরোয়া কিছু টিপস। আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো উজ্জ্বল ত্বক কিভাবে করতে হয় খুব সহজেই কফির ফেসপ্যাক তৈরি করুন।আমরা সবাই কফি খেতে খুব ভালবেসে থাকি কিন্তু সেই কফি দিয়ে যদি নিজের রূপচর্চা করা যায় তাহলে কেমন হয়। কপি এমন একটি খাবার যা আপনার ত্বক ফর্সা ও সুন্দর এবং দাগ দূর করে থাকে। কফি ফেসপ্যাক যদি তৈরি করতে পারেন আপনাকে একটি সুন্দর ত্বক সে উপহার দিয়ে থাকবে। কফির ফেসপ্যাক তিনটি ধাপে তৈরি করতে পারবেন।

কফি ফেস প্যাক ফর স্কিন হোইটেনিং


কফি ফেস প্যাক ফর স্কিন হোইটেনিং

প্রথমে একটি ছোট্ট একটা বাটির মধ্যে কফির গুড়া ও অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিক্স করুন। এবার এই মিক্স করা জেলটি হাত দিয়ে লাগিয়ে দুই থেকে তিন মিনিট মেসেজ করতে লাগুন আপনার ফেসে। এরপর ঠান্ডা জল নিয়ে আপনার ফেসটি ধুয়ে ফেলুন। এটি করলে ত্বকের উপরে জমে থাকা ধুলোবালি ময়লা চলে যাবে। এরপর পরের স্টেপ ফলো করুন। এই স্টেপটি কে বলে স্ক্রাবিং তার জন্য দু চামচ কফির গুড়া, এক চামচ চিনি ও অল্প একটু গোলাপজ্বল নিতে হবে। চিনি আস্তো গোটা থাকতে থাকতেই যেন ত্বকে ব্যবহার করা হয়, সেটি মনে রাখতে হবে। চিনি কে কখনোই বিলীন হতে দেওয়া যাবে না। এবার পরিষ্কার হাত দিয়ে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন আপনার মুখ।

এরপর শেষের আরেকটি ধাপ, তিন চামচ কফির গুড়া, দুই চামচ বেসন, এক চামচ মধু ও সবশেষে অল্প কাঁচা দুধ নিয়ে খুব ভালো করে মিশ্রণ করে নিন। ভালো করে সব কটা জিনিস মিশ্রণ করে হাতের সাহায্যে মুখে ভালো করে লাগিয়ে নিন। এটি অন্তত এক ঘণ্টার মতো রেখে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এইটি ব্যবহার করুন। শুধু এই কফি ফেসপ্যাকটি ব্যবহার করার কারণে আপনার ফেস একটি লাবণ্য ত্বকের জাদু দেখতে পারবেন।

আপনি কি লাবণ্য ঝকঝকে ত্বক পেতে চান?

ঘরে বসেই ফেসপ্যাক তৈরি করুন সেটি কফির মাধ্যমে। কফি কিন্তু শুধু পানীয় হিসেবে ব্যবহৃত হয় না এর আরো অনেক গুনাগুন আছে এবং এর আরো অনেক ব্যবহার রয়েছে।ত্বকের যত্নে কফি দারুন কার্যকরী একটি উপাদান। ত্বকের যত্ন নেওয়ার জন্য কপি দারুণ একটি কার্যকর। কপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে এন্টিঅক্সিডেন্ট। যেটি কফির ফেসপ্যাক ব্যবহার করলে মুখ মন্ডলে মধ্যে জমে থাকা মৃত কোষগুলোকে ধুর শরীরের ত্বককে আরো মিশ্রণ উজ্জ্বল লাবণ্য করে থাকে।

বাড়িতে বসেই বানিয়ে ফেলুন কফির ফেসপ্যাক। ত্বকের যেকোনো সমস্যার সমাধান ঘাটতি কফির গুনে এমনটাই আশ্বাস দিয়েছেন বিশেষজ্ঞরা। জেনে নিন কিভাবে তৈরি করবেন কফির ফেসপ্যাক। , প্রথমে এক চামচ কফি, এক টেবিল চামচ মধু এবং দেড় চা চামচ দুধ মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি ভালোভাবে হয়ে গেলে আপনার মুখ এবং গলার সমান ভাবে প্রয়োগ করুন। বিশ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরও একটি ট্রিক এক টেবিল চামচ কফি, আধা চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ দই ভালো করে মিশ্রণ করে মুখে ও গলায় ব্যবহার করুন। দুই থেকে তিন মিনিট বৃত্তাকার গতিতে মেসেজ করার পর ২০ মিনিট একটি মুখে রেখে দিন এবার ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url