ঠান্ডা জ্বরের ঔষধের নাম
ঠান্ডা জ্বরের ঔষধের নাম আপনার যদি ঠান্ডা জ্বর হয়ে থাকে কিংবা সর্দি কাশির ওষুধের জন্য আপনার প্রয়োজন নয় প্রেসক্রিপশনের। আপনারা এই পোষ্টের মাধ্যমে সকল ঠান্ডা ও কাশির ওষুধের নাম জানতে পারবেন। আপনারা অনেকে আছেন যারা ঠান্ডা কাশিতে ভুগছেন, ঠান্ডা কাশির জন্য ঔষধের নাম জানতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এই পোস্টটি তৈরি করা হয়েছে। জ্বর স্বাভাবিকভাবে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে তখন সেই অবস্থানকে জ্বর বলে অর্থাৎ শরীরের স্বাভাবিক তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া। শরীরে তাপমাত্রা হঠাৎ কোনো কারণে বেড়ে গেলে গরম অনুভব হলে সেই ক্ষেত্রে শরীরের অবস্থাকে জ্বর বলে। যার পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে থার্মোমিটার বলে থাকে। জ্বরের সাথে সর্দি হতে পারে সর্দি সাধারণত ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। শ্বাসযন্ত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে সর্দি হয়ে থাকে।
ঠান্ডা জ্বরের ঔষধের নাম
জ্বর সর্দি কাশি একে অপরের সাথে সম্পর্কিত একটা সমস্যা দেখা দিল আরেকটা সমস্যা দেখা যায়।জ্বর কাশি সর্দি সমস্যা শুরু হওয়ার আগে শরীর একটু করে ভবিষ্যদ্বাণী করে।আসুন এই বিষয়টি জানাজাক। আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর কাশি সর্দি সবচেয়ে বেশি হয়ে থাকে জ্বরের সাথে ঔষধ খাওয়া অনেক সময় জ্বরের আসল কারণ জানা যায় না এবং আরও গুরুতর সমস্যা দেখা দিয়ে থাকে। আপনি ইচ্ছা করলে কোন প্রেসক্রিপশন ছাড়া ঘরে বসে দ্রুত জ্বর কাশি সর্দি নিরাময় করতে পারেন।
জ্বর কাশি সর্দি যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া পরিবর্তনের সাথে শুরু হয় আমাদের নানা রকম সমস্যা। সব থেকে বেশি যে সমস্যা গুলো হয়ে থাকে দেখা যায় তা হল জ্বর কাশি সর্দি। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই সমস্যাগুলো প্রায় সবার মাঝে দেখা যায়। এই সমস্যাগুলো মারাত্মক না কিন্তু কখনো এই সমস্যাগুলো বড় রকমের রোগের লক্ষণ হতে পারে। আমরা অবহেলা না করে সাধারণত ঘরোয়া পদ্ধতিতে জ্বর কাশি সর্দি ভালো হয়ে যায়। ঘরা পদ্ধতিতে জ্বর কাশি সর্দি ভালো হয়ে যায় যদি না ভালো হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবেই। আজকের এই পোস্টে আমরা জ্বর কাশি সর্দি লক্ষণ জর সর্দির কাশির ঘরোয়া পদ্ধতি শিখব এবং জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা জানব।
জ্বর বলতে আমরা স্বাভাবিকভাবে শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায় তখনই সেই অবস্থানকে জ্বর বলে থাকে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে বেশি যদি 98.4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে আমাদের জ্বর হয়েছে। কোন কারণ ছাড়া যদি হঠাৎ দেহের তাপমাত্রা বেড়ে যায় গরম অনুভব হয় তবে সেই শরীরে অবস্থানকে আমরা জ্বর বলে থাকি। আমাদের শরীরে জ্বর সর্দি কাশি আসাটা স্বাভাবিক এই বিষয়টি এত চিন্তিত হওয়ার নেই। জ্বর সর্দি কাশি যেমনটা আসে ঠিক তেমনটাই নিরাময় করা সম্ভব।
জ্বর কাশি সর্দির জন্য অনেক ঔষধ ট্যাবলেট তৈরি করা হয়েছে। আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব কিছু ঔষধের ট্যাবলেটের নাম। আমাদের শরীরে যে জ্বর সর্দি কাশি হয়ে থাকে একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে তাইতো একটা সমস্যা দেখা দিলে সাথে সাথে অন্যগুলো দেখা দেয়। হঠাৎ ঠান্ডায় কাঁপন এবং শীত শীত অনুভব হওয়ায় জ্বর আসতে পারে। মাথা ব্যাথা বা যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে চোখ জ্বালা ভাত লাগা খাবার রুচি কমে যাওয়া। হঠাৎ করে শরীরে ঘামতে শুরু করা শরীরের তাপমাত্রা গরম অনুভব হওয়া চোখ মুখ লাল হয়ে গেলে শরীরের দুর্বল অনুভব হওয়াকেই আমরা জ্বর বলে থাকি।
ঠান্ডা জ্বরের ঔষধের নাম কি?
জ্বরের কিছু ট্যাবলেট এর নাম
- Napa Extra
- Napa Rapid
- Napa Extend
- Ace Plus
- Fast Plus
এন্টিবায়োটিক কিছু ট্যাবলেট এর নাম
- Zimex 500 mg
- Zimex 250 mg
- AZ 500 mg
- AZ 250 mg
- Adiz 250 mg
- Adiz 500 mg
- Azin 500 mg
- Azin 250 mg
সর্দির কিছু ট্যাবলেট এর নাম
- Acorex 30mg
- Ambrox SR 75mg
- Ambeet 75mg
- Ambroxol SR 75mg
- Ambozin SR 75mg
কাশির কিছু ট্যাবলেট এর নাম
- Ocof
- Sudocof
- Dexpoten
- Ambolit
- Boxol
- Tusca Plus
- Adovas
- Ambrox